প্রশ্ন ও উত্তর কিভাবে কাজ করে? আমি যদি এখানে প্রশ্ন করি তাহলে কী হবে? কারা উত্তর দিবে এবং কত সময় লাগতে পারে উত্তর পেতে? বিস্তারিত জানাবেন?
1 Answer
Trivuz
2021-07-02 01:54:04
প্রশ্ন ও উত্তর বিভাগে আপনি যেকোন প্রশ্ন করতে পারবেন। অন্যরা প্রশ্নের জবাব দিবে। সেই জবাব থেকে যেটা আপনার কাছে সবচাইতে ভালো জবাব মনে হবে, সেটা আপনি নির্বাচন করতে পারবেন। অন্যদের প্রশ্নের জবাবও দিতে পারবেন। এভাবে ধীরে ধীরে একটি চমৎকার প্রশ্নোত্তরের আর্কাইভ তৈরি হবে যা অনেকের কাজে আসতে পারে।
উত্তর দিবে আপনার মতই আরেকজন ব্যবহারকারী। তিনি যেকেউই হতে পারেন। উত্তর কত সময় পর পাবেন তা নির্ভর করছে সদস্যদের একটিভিটির উপরে। প্রথম দিকে একটু সময় লাগতে পারে উত্তর পেতে যেহেতু আমাদের সেবাটি নতুন, এখনো খুব বেশী সদস্য এখানে জয়েন করেননি। তবে, ধীরে ধীরে উত্তর পাওয়ার সময় কমে আসবে।
1 Answer
2021-07-02 01:54:04 প্রশ্ন ও উত্তর বিভাগে আপনি যেকোন প্রশ্ন করতে পারবেন। অন্যরা প্রশ্নের জবাব দিবে। সেই জবাব থেকে যেটা আপনার কাছে সবচাইতে ভালো জবাব মনে হবে, সেটা আপনি নির্বাচন করতে পারবেন। অন্যদের প্রশ্নের জবাবও দিতে পারবেন। এভাবে ধীরে ধীরে একটি চমৎকার প্রশ্নোত্তরের আর্কাইভ তৈরি হবে যা অনেকের কাজে আসতে পারে।
উত্তর দিবে আপনার মতই আরেকজন ব্যবহারকারী। তিনি যেকেউই হতে পারেন। উত্তর কত সময় পর পাবেন তা নির্ভর করছে সদস্যদের একটিভিটির উপরে। প্রথম দিকে একটু সময় লাগতে পারে উত্তর পেতে যেহেতু আমাদের সেবাটি নতুন, এখনো খুব বেশী সদস্য এখানে জয়েন করেননি। তবে, ধীরে ধীরে উত্তর পাওয়ার সময় কমে আসবে।
Please login to answer.